প্রকাশ: ৬ জুলাই ২০২০, ২০:৩৮
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ৯৬ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।