করোনা উপসর্গ নিয়ে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম. জসিম উদ্দিন মারাগেছেন. (ইন্না-লিল্লাহ)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন।
মান্দার বর্ষিয়ান এ রাজনীতিবীদ করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্হায় গতকাল রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৬ জুলাই) সকাল ৮ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের বাড়ি মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে।
তিনি তার রাজনৈতিক জীবনের শুরুতে বেশ কিছু দিন মহাদেবপুর উপজেলার গোপালপুর কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
উল্লেখ যে গত ১ মাস আগে তার ছেলে মন্টু মারা গিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।