সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসি সমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ছাত্র ভর্তির বিষয়ে বয়স এবং গ্রেড শিথিল করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী যে বিবৃতি প্রদান করেছেন সে বিষয়ে সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এমত অবস্থায় আমরা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরাসহ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মাননীয় শিক্ষা মন্ত্রীর এই মতামতকে প্রত্যাখ্যান করে ব্যাক্তিগত বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিন। সেই সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়ুয়া সকল শিক্ষার্থীদের ভাই-বোনদের একসাথে যুক্ত থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করার আহ্বান জানিয়েছে।
এই বিরূপ প্রতিক্রিয়া বিস্তারের জন্য কাল ৫ জুলাই (রবিবার) পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট (পি.টি.আই) এর শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় এবং তুলে ধরা জন্য একটি সামাজিক ছাত্র সংগঠন “পটুয়াখালী পলিটেকনিক অধিকার আদায় পরিষদ” গঠন করেন।
এই কমিটি কার্যকর করতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সি. সহ-সভাপতি মোঃ রাজিব ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু বকর সজীব খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিম হাওলাদার এবং ১নং সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম শিক্ষার্থীদের পাশে থেকে অধিকার রক্ষায় ও আদায় এগিয়ে যাওয়ার উপদেশমূলক ব্যক্তিগত বিবৃতি প্রকাশ করেন এবং সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
পটুয়াখালী পলিটেকনিক অধিকার আদায় পরিষদের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা পি.টি.আই ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সায়েম এবং পটুয়াখালী পলিটেকনিক অধিকার আদায় পরিষদের নেতৃত্ব দানের অধিকারী সাধারন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াকে তাদের কর্মসূচি প্রকাশের জন্য বিশেষ আহ্বান জানাচ্ছেন।