প্রকাশ: ৫ জুলাই ২০২০, ২:১০
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সময়োপযোগী পদক্ষেপ ও নির্দেশনায় সমৃদ্ধ বিএমপি পরিবার। আজ বরিশাল পুলিশ লাইন্স মাঠে ইয়োগা অনুশীলন অনুষ্ঠানে বিএমপি কমিশনার বলেন, দীর্ঘ মেয়াদি সুস্থ্যতায় ইয়োগার বিকল্প নেই, নিজের দেহবিন্যাস সুষম ও সুগঠিত রেখে এই করোনাকাল মোকাবেলা করতে হবে।