প্রকাশ: ১৮ মে ২০২০, ১৮:২৮
চাহিদা মতো মাদকের টাকা না পেয়ে মাকে প্রায় মারধর করতেন ছেলে। ওই ঘটনায় থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন মা। বিষয়টি জানতে পেরে মাকে হত্যার পরিকল্পনা করেছিলেন ছেলে। সেজন্য বন্ধুদের মাধ্যমে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি কিনেছিলেন। তার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া না হলে মাকে হত্যার চিন্তা ছিল মাদকাসক্ত ছেলের।সোমবার ভোররাতে অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে র্যাব।
পরে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে একটি অস্ত্র কেনে। গ্রেপ্তারের সময় সে বাসায় যাচ্ছিল। মা যদি মামলা তুলে না নেয় তাহলে গুলি করে হত্যার পরিকল্পনা ছিল তার।’এর আগে মিল্লাতকে পান্থপথের একটি চেকপোস্ট থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। তাকে মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।
তাদের পা-হাত ধরে আশ্রয় চাই। এরপর তারা আমাকে আশ্রয় দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মিল্লাতকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু বাসায় গিয়ে দেখি সে আবার বাসায়। পরে আমার চিৎকারে অন্য ফ্ল্যাটের লোকজন এসে ওকে বাসা থেকে বের করে দেয়।’ মামলার পর প্রায় মাকে হুমকি দিতে ছেলে বাসায় আসত বলে জানান এই নারী।