প্রকাশ: ১৮ মে ২০২০, ১৬:৩২
কয়েকদিন আগে করোনা পরিস্থিতির মধ্যে সীমিত আকারে গার্মেন্টস ও দোকানপাট খোলার নির্দেশনা দেয়ার পর গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ঢাকার দিকে ছুটছিলেন। গণপরিবহণ বন্ধ থাকায় তারা নৌ পথে ফেরিতে গাদাগাদি ঢাকায় ফেরেন। এবার ঈদের ছুটি কাটাতে সেই একইভাবে ঢাকা ত্যাগ করতে শুরু করেছে মানুষ।
দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় যোগাযোগের সহজ মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুট। এ রুট দিয়ে পদ্মা পাড়ি দিয়ে স্ব-স্ব গন্তব্যে যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (১৮ মে) সকাল থেকে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ দেখা গেছে।