লকডাউনের মধ্যে কল-কারখানা ও যানবাহন চলাচল বন্ধ থাকলেও দূষণের মাত্রা কিছুটা কমে এসেছিল ঢাকায়। কিন্তু লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গে আবারও দূষিত শহরের তালিকায় ঊর্ধ্বমুখী হয়েছে ঢাকা।
রোববার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১২৪ নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে ঢাকা। যা ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। আর একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। এছাড়া মানুষের জন্য এটা কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
এর আগে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ৬৪ স্কোর নিয়ে ২৮তম অবস্থানে ছিল ঢাকা। যা ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এদিকে তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, লাহোর এবং সাংহাই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।