বোরহানউদ্দিনে করোনা বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই মে ২০২০ ০৫:০০ অপরাহ্ন
বোরহানউদ্দিনে করোনা বুথ উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে করোনার (কোভিড-১৯) শ্যাম্পল সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ওই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তপতী চৌধুরী সহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তপতী চৌধুরী জানান, ওই বুথ স্থাপনের ফলে মানুষের ভোগান্তি দূর হলো। এখন সন্দেহভাজন করোনা ভাইরাস বহণকারীরা বুথে রক্তের নমুনা দিতে পারবেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব