ভোলার বোরহানউদ্দিনে করোনার (কোভিড-১৯) শ্যাম্পল সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ওই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তপতী চৌধুরী সহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তপতী চৌধুরী জানান, ওই বুথ স্থাপনের ফলে মানুষের ভোগান্তি দূর হলো। এখন সন্দেহভাজন করোনা ভাইরাস বহণকারীরা বুথে রক্তের নমুনা দিতে পারবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।