এবার শ্রমিকদের বাড়ির ভাড়া মওকুফ করলেন যুবলীগ নেতা কাইয়ুম খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই মে ২০২০ ০২:৩৪ অপরাহ্ন
এবার শ্রমিকদের বাড়ির ভাড়া মওকুফ করলেন যুবলীগ নেতা কাইয়ুম খাঁন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশে চরম দুরাবস্থায় পড়েছে শ্রমিকরা। তাদের কথা চিন্তা করে সাভারে বাড়িওয়ালাদের ৪০ শতাংশ বাড়িভাড়া মওকুফের আহবান জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ আহবানে সারা দিয়ে এবার দুই বাড়ির ৪০ শতাংশ ভাড়া মওকুফ করেছেন ধামসোনা ইউনিয়ন যুলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক মো: কাইয়ুম খাঁন। মানবিক দিক বিবেচনা করে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুঁইয়ার অসহায়দের সহযোগীতাকে অনুসরণ করে শুক্রবার (১৫ মে)  সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ 

এর আগে, গত ৮ মে দুপুরে শিল্প পুলিশ-১ এর প্রধান দপ্তরে জনপ্রতিনিধি, শিল্প পুলিশ, বাড়িওয়ালা এবং আশুলিয়া ভাড়াটিয়া পরিষদের যৌথ বৈঠকে শ্রমিকদের ৪০ শতাংশ বাড়ি ভাড়া মওকুফের আহবান জানানো হয়। পরে তাদের সাথে একাত্বতা প্রকাশ করে একই আহবান জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু।

ধামসোনা ইউনিয়ন যুলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক মো: কাইয়ুম খাঁন বলেন, করোনাভাইরাসে প্রভাবে কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে অনেকেই। এই অসহায় মানুষের পাশে শুরু থেকেই থানা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের অর্থায়নে পাশে দাড়িয়েছে থানা যুলীগের কর্মীরা। এর আগেও প্রায় ৪ লাখ টাকার বাড়ি ভাড়া মওকুফ করেছেন থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রীর আহবানে আমার দুইটি বাড়ির ৪০ শতাংশ ভাড়া মওকুফ করেছি। যুবলীগ অতীতেও অসহায় মানুষের পাশে ছিল আর থাকবে।