প্রকাশ: ১৬ মে ২০২০, ২০:২
মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদের প্রচন্ড ভিড়। সকাল থেকেই ঢাকাগামী ও ঢাকাফেরত যাত্রীদের চাপে ব্যস্ত হয়ে উঠেছে কাঁঠালবাড়ী ঘাট। তবে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় একমাত্র নৌযান ফেরিতে চড়েই পারাপার হচ্ছেন। শারীরিক দূরত্ব মানার বালাই নেই যেনো!