পিরোজপুরে ৬৯ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই মে ২০২০ ০১:৩২ অপরাহ্ন
পিরোজপুরে ৬৯ হাজার মানুষের মাঝে  খাদ্য সহায়তা দিয়েছেন পৌর মেয়র

খাদ্য যাবে সবার ঘরে ঘরে, কেউ থাকবে না অনাহারে” - শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রকোপকালীন সময়ে  নিজস্ব তহবিল থেকে পিরোজপুরের ৬৯ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেণ পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক। বর্তমানে ৫ম ধাপে পিরোজপুর পৌরসভার ভিতরে ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী হিসেবে পৌরসভার ১৮ হাজার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন ‘ঈদ উপহার’। 

স্থানীয় সাধারন মানুষের কাছ থেকে জানাযায়, এরআগে করোনা ভাইরাস প্রকোপ শুরু হওয়ার পরে কর্মহীন মানুষের মাঝে প্রথম ধাপে  পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক পিরোজপুর পৌরসভার ১৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা, দ্বিতীয় ধাপে- নাজিরপুর উপজেলা ১০ হাজার ও স্বরুপকাঠী উপজেলার ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা,

তৃতীয় ধাপে পিরোজপুর সদর উপজেলার ৭ টি ইউনিয়নে ১২ হাজার মানুষকে খাদ্য সহায়তা এবং ৪র্থ ধাপে পিরোজপুর শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এখন পৌরসভার ১৮ হাজার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন ‘ঈদ সামগ্রী’। এ নিয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক নিজস্ব তহবিল থেকে বিতরণ করা এ ৬৭ হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী। 

পিরোজপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ জানান, করোনা প্রকোপকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক তার নিজস্ব তহবিল থেকে তিনি পিরোজপুরের ৬৯ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তৈল, লবন ও সাবান দিয়েছেন। এছাড়া ঈদকে সমানে রেখে পিরোজপুর পৌসভার মাুষের মাঝে ১০ কেজি করে চাল, সেমাই , চিনি ও দুধ সহ খাদ্য সামগ্রী দিচ্ছেন ‘ঈদ উপহার’ হিসেবে। 

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতেজা হাসান রাজু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহবানে সাড়া দিয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক  পিরোজপুরের মানুষের পাশে খাদ্য সহায়তা দিয়ে সহযোগীতার মহান দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।  

ইনিউজ ৭১/ জি.হা