স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানাগুলো চালাইতে হবেঃ শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই মে ২০২০ ০৭:১০ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানাগুলো চালাইতে হবেঃ শিল্প প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ৩১ টি দিক নির্দেশনা দিয়েছেন। সেভাবে স্বাস্থ্য সম্মত বিধি মেনে পোশাক কারখানাগুলো চালাইতে হবে বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার । 

শুক্রবার (১৫ মে) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়াইকই গ্রামে করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় 'কম্বাইন হারভেষ্টার' দিয়ে কৃষকের বোরো ধান কাটা উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

কামাল আহমেদ মজুমদার বলেন, সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে শ্রমিকদের সুরক্ষা করে কারখানাগুলো চালানো যাবে এবং শিল্প মন্ত্রণালয় থেকে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যদি শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশে অর্থনীতি সংকট দেখা দিবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচুর খাদ্য মজুত আছে কোন দুর্ভিক্ষ হবে না খাদ্যে আমরা স্বয়ং সম্পন্ন কৃষিতে আমারও শুধু নিজেদের চাহিদা মেটাবো না বিদেশেও আমরা রপ্তানী করবো৷