মাদারীপুরের কালকিনিতে পানিতে পড়ে জুনায়েত খাঁন (৫) নামের এক শিশু খেলা করতে গিয়ে বাড়ির সবার অজান্তে বাড়ির পূর্বপাশের খালের পানিতে ডুবে যায়। খালের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
স্থানীয় সূত্র জানায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চর-ফতেবাহাদুর গ্রামের মোঃ আজাবুল খানের শিশু পুত্র জুনায়েত খান।
আজ শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ির পূর্বপাশে লোকের সবার অজান্তে খেলা করতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। কিছু সময় জুনায়েতকে না দেখতে পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকেন। হঠাৎ বাড়ির পুর্বপাশের খালের কাছে গিয়ে শিশু জুনায়েতকে পানিতে ভাসতে দেখে। সাথে সাথে খাল থেকে ভাসমান শিশুটিকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।