প্রকাশ: ১৪ মে ২০২০, ১:৫২
অন্ধকার সময় কেটে যাবে, পুনরায় খুশির আলোয় উদ্ভাসিত হবে এই পৃথিবী- গানে গানে বার্তা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-আইসিসিআর।
ইউনাইটেড ইউ ফাইট, গানটি কম্পোজ করেছেন জো আলভারেস। এই গানে গলা মিলিয়েছেন- ঊষা উত্থুপ, সেলিম মার্চেন্ট, শেফালি আলভারেস রাশিদ, বেনি দয়াল, সোনাম কালরা, চন্দন বালা কল্যান, জো আলভারেসরা। বাদ্যযন্ত্রে সঙ্গ দিয়েছেন পণ্ডিত রাকেশ চৌরাসিয়া,পন্ডিত রবি চারি, উস্তাদ ফয়সল কুরেশিরা।