মহামরী করোনা পরিস্থিতিতে থমকে পড়েছে পুরো দেশ। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যে যেভাবে পাড়ছে পাশে থেকে সাহায্য করে যাছে বিভিন্ন সংঘঠনগুলোও তাঁরি ন্যায়ে রাজধানীতে টাইলস স্যানেটারী এন্ড মার্বেল দোকান ও ব্যবসায়ীদের মধ্য মাস্ক ও করোনা প্রতিরোধ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ টাইলস স্যানেটারী এন্ড মার্বেল মার্চেন্ট এসোসিয়েশন ।
রবিবার (১০ মে) হাতিরপুল ও বাংলামোটর এলাকায় বাংলাদেশ টাইলস স্যানিটারী এন্ড মার্বেল মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
মীর সিরামিক লিমিটেডের সৌজন্য সংগঠনের সভাপতি মোঃ বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক এবং ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন-এর নেতৃত্বে অন্যান্য নেতারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
মরনঘাতি ভাইরাস করোনার প্রভাবে হাতিরপুল টাইলস স্যানেটারী ও মার্বেল মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারী নিয়ম নীতি মেনে আজ রবিবার খুলে দেয়া হয়।