প্রকাশ: ১৪ মে ২০২০, ৭:১৪
জনগণের সবিধার্থে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে। বুধবার ডিএনসিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুথ স্থাপন করা হয়েছে ডিএনসিসি ৭টি এলাকায় । এসব বুথে বেসরকারি সংস্থা ব্যাশুকের তত্ত্বাবধানে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পুরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।