নিজের বেতন-রেশন-উৎসবভাতা বিলিয়ে দিলেন মানবপ্রেমী পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মে ২০২০ ০৯:২৫ অপরাহ্ন
নিজের বেতন-রেশন-উৎসবভাতা বিলিয়ে দিলেন মানবপ্রেমী পুলিশ কর্মকর্তা

নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সেই চার সন্তান-সন্তনির অবহেলিত বৃদ্ধ মায়ের জন্য আবারও উপহার পাঠালেন  পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ,পিপিএম-সেবা।

বুধবার ওই বৃদ্ধ মায়ের জন্য তিনি চাল,ডাল,আলু,তেল সাবানসহ খাবারের প্যাকেট, একটি শাড়ী ও তার ঔষধ কেনার জন্য কিছু নগদ অর্থ পাঠান। ওই দিন বিকেলে এলাকার কাউন্সিলর মো: নুরুল ইসলাম এবং সাংবাদিক হাবিবুল্লাহ ওই বৃদ্ধ মহিলার হাতে এ মানবপ্রেমী পুলিশ কর্মকর্তার পাঠানো উপহার সামগ্রী তুলে দেন। একইসাথে ওই তিনি একই এলাকার আরো কয়েকজনের জন্য খাবারের প্যাকেট পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ করোনায় কর্মহীন হয়ে পড়া না বলা মানুষদের জন্য নিজের বেতন,রেশন,উৎসবভাতার সব অর্থ থেকে জেলার বিভিন্ন এলাকায় গোপনে এভাবে সাহায্য করে আসছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য কাজী শাহনেওয়াজ ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’(পিপিএম)-সেবা পদক নিয়েছেন।সাহসিকতা ও সেবামুলক কাজের জন্য তিনি ওই পদক লাভ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।মৌলিক প্রশিক্ষণ শেষে শেরপুর জেলায় সহকারী পুলিশ সুপার(সদর) হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ আগষ্ট সহকারী পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পদে পিরোজপুর জেলায় যোগদান করেন। এরপরে ২০১৭ সালের ৯ নভেম্বর তিনি সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

কুষ্টিয়ার সন্তান কাজী শাহনেওয়াজ শিক্ষা জীবন থেকেই গান গাওয়া, আবৃতি ও অভিনয়ে পারদর্শী। পাশাপাশি তিনি দেশের প্রথম শ্রেণীর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে লেখালেখি করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব