প্রকাশ: ১৩ মে ২০২০, ৩:২৫
নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সেই চার সন্তান-সন্তনির অবহেলিত বৃদ্ধ মায়ের জন্য আবারও উপহার পাঠালেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ,পিপিএম-সেবা।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ করোনায় কর্মহীন হয়ে পড়া না বলা মানুষদের জন্য নিজের বেতন,রেশন,উৎসবভাতার সব অর্থ থেকে জেলার বিভিন্ন এলাকায় গোপনে এভাবে সাহায্য করে আসছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।