প্রকাশ: ১২ মে ২০২০, ২:৯
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরশহরের বিলাসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ তার সম্মানী ভাতায় এলাকার দুস্থ কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে তার নিজ বাড়ীতে পৌরসভার ১ নং ওয়ার্ডের ৫০ জন দুস্থ কর্মহীনদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। তিনি প্রতিজনকে ২‘শত টাকা করে ত্রাণ হিসাবে এ নগদ টাকা প্রদান করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর সভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি বঙ্কিম সরকার, সমাজসেবক সুরুজ্জামান, খলিলুর রহমান তোতা মিয়া, মো. আবু তালেব, মো. মোতালেব প্রমূখ।