প্রকাশ: ১২ মে ২০২০, ২:১
টাঙ্গাইলের গোপালপুরে রমজান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে মির্জাপুর ইউনিয়নের বড়খালি গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে। রমজান ঢাকায় ওয়ালটন নামক একটি প্রতিষ্ঠানে চাকরী করতেন।
এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তারা হলেন, বড়খালি গ্রামের সোবহানের ছেলে আজাদ, মজনুর ছেলে অনিক, আজিজুরে ছেলে আলা উদ্দিন ও সাত্তারের ছেলে কবির হোসেন।
খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।