প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ২:৪৪
কোনো কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। সেই বিশ্বাস থেকে সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি।
নগদ মনে করে, মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। নগদ তার জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।