শরীয়তপুরে স্থানীয় সাংবাদিকদের উপর সন্ত্রাসি হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে এপ্রিল ২০২০ ১০:২৮ পূর্বাহ্ন
শরীয়তপুরে স্থানীয় সাংবাদিকদের উপর সন্ত্রাসি হামলা, আহত ২

শরীয়তপুরে চাল বিতরণের অনিয়মের তথ্যের ভিত্তিতে ডিলারের বাড়িতে ১০টাকা কেজি চাল মজুদ আছে এমন খবরে খোজ নিয়ে আসার পথে এ হামলা হয়। এখবর নিয়ে শরীয়তপুর  ট্রাফিক বক্স এর সামনে আসলে  শরীয়তপুরের সাংবাদিক মহসিন রেজা ও সুজন খান এর উপর সন্ত্রাসীরা হামলা করে।  এতে দুই সাংবাদিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় মহসিন রেজাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সন্ত্রাসী আলমগীর চকিদারের বাহীনির  জয়যাত্রা টেলিভিশনের ও আমাদের কন্ঠের শরীয়তপুর প্রতিনিধি মহসিন রেজা ও লোকাল পত্রিকার সোহাগ খান সুজনের উপর অর্তকিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর জখম হন।

সোহাগ খান সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়, আর মহসিন রেজা গুরুত¦র আহত হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মহসিন রেজা জানান, ডিলারের বাড়ি থেকে তথ্যদি নিয়ে শরীয়তপুর কোট এলাকার ট্রাফিক বক্স এর সামনে আসলে ডিলার আলমগীর চকিদারের সন্ত্রাসী বাহিনির লোক জন এসে মার পিট করে। এতে গুরোতর আহত করে ফেলে রেখে যায়। পড়ে বাড়ির লোকজন ও স্থানিয়রা এসে শরীয়তপুর সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়। আমি সন্ত্রাসীদের বিচার চাই। 

এর আগে পালং ইউনিয়নের কানার বাজার এলাকায় বোরহান মেম্বার তার ভাই জাহাঙ্গীর মুন্সির নামে ১০ টাকা চালের ডিলার নেন, গত ১৬ এপ্রিল বিভিন্ন মিডিয়ায় সে চাল বিতরণের অনিয়ম পাওয়া যায় এমন একটি সংবাদ প্রচার করা হয়। এতে এলাকায় চানচঞ্চলর সৃস্টি হয়।

ইনিউজ ৭১/ জি.হা