প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৩:১৬
বরিশালে খ্রীস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। সিটি করপোরেশনের পক্ষ থেকেও কর্মহীনদের মাঝে দেওয়া হয় খাদ্য সহায়তা। অপরদিকে, নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।
এদিকে, নিজেদের রেশনের একটি অংশ দিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা। আজ শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকায় কিছু পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয় সেনা সদস্যরা।