প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ২১:৮
চিকিৎসক ও নার্স চেম্বারগুলোর কাজ প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে রয়েছে টয়লেট নির্মাণ। বসানো হয়েছে হাসপাতালের এসিগুলো। এসেছে চেয়ার ও রোগীর শয্যা। সব মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে বসুন্ধরার করোনা হাসপাতাল নির্মাণ কাজ। ফলে নির্ধারিত সময়ের আগেই, ২৩ এপ্রিল হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা।
বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আইসিসিবিতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে ১২ এপ্রিল। ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দিনরাত সমানতালে কাজ চলছে।শনিবার (১৮ এপ্রিল) নির্মানাধীণ হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ও নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।