করোনায় বরিশালের হতদরিদ্র পরিবারের পাশে কুবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৭ই এপ্রিল ২০২০ ০৭:২২ অপরাহ্ন
করোনায় বরিশালের হতদরিদ্র পরিবারের পাশে কুবির শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসেশিয়েসনের উদ্যোগে বৈশ্বিক মহামারি কোরোনা (কোভিড-১৯) কারনে সংকটে পরা বরিশাল বিভাগের পটুয়াখালীতে বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।সংগঠনটির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু তাহের মেসবাহ এবং সকল ধরনের সহোযোগিতা করেন স্হানীয় "প্রভাতী ফাউন্ডেশন"র স্বেচ্ছাসেবক।

অর্থায়নে ছিলো " মাস্টার জহিরউদ্দীন মিয়া স্মৃতি পাঠাগার, নিজগালুয়া, রাজাপুর, ঝালকাঠি"এ বিষয়ে জানতে চাইলে মাস্টার জহিরউদ্দীন মিয়া স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ-আল-মামুন জানান "মাস্টার জহির উদ্দীন মিয়া স্মৃতি পাঠাগার সর্বদা মানবিক কাজে সহায়তা করার চেষ্টা করে"

বিডিএসএ, কুবির সভাপতি এইচ. এম. মেহেদী জানান "ইতিমধ্যে বিডিএসএ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের আর্থিকভাবে অসচ্ছল সকল শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছে এবং তার পাশাপাশি আমরাও গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে চাই। সবাইকে সমন্বিত হয়েই এ ভূমিকা পালন করতে হবে"