গান গেয়ে মানুষকে ঘরে রাখতে প্রচার চালাচ্ছে তেতুলিয়া সামাজিক সংঘ

নিজস্ব প্রতিবেদক
মোঃ মামুন হাওলাদার, দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৭ই এপ্রিল ২০২০ ০৪:০৯ অপরাহ্ন
গান গেয়ে মানুষকে ঘরে রাখতে প্রচার চালাচ্ছে তেতুলিয়া সামাজিক সংঘ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিনে গানে গানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার চালিয়েছে সেচ্ছাসেবী সংগঠন "তেতুলিয়া সামাজিক সংঘ" ৷ শুক্রবার(১৭ এপ্রিল) সকালে বোরহানউদ্দিনের সাঁচড়া ইউনিয়নের স্থানীয় দরুন বাজার সহ ও আশপাশের অলিগলিতে গানের মাধ্যমে সচেতনতা বাড়াতে এ প্রচার চালান সংগঠনের সদস্যবৃন্দ। এসময় গানের সুরে ঘর থেকে বের হয়ে আসা জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান তারা।সংগঠনের আহ্বায়ক সিয়াম মৃধা, যুগ্ম-আহ্বায়ক জিএম.শাওন, জেএম.মমিন, রাকিব, সম্ভুনাথ, সবুজ ডালী, কালাম খান, আলী আজগর, সজিব প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ৷

সেচ্ছাসেবী সংগঠন তেতুলিয়ার ব্যতিক্রম এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।তেতুলিয়া সামাজিক সংঘের সাধারণ যুগ্ম-আহ্বায়ক জে এম মমিন জানান, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরু থেকে নানা ধরণের কার্যক্রম চালাচ্ছে তারা ৷ এছাড়া গোপনে রাতের আধাঁরে ছবি না তুলে এবং নাম প্রকাশ না করে গৃহবন্ধী কর্মহীন অসহায় মানুষের পাশে গিয়ে উপহার নিয়ে দাড়াচ্ছেন ওই সংগঠনের সদস্যরা।

ইনিউজ ৭১/ জি.হা