প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ২১:৩৯
১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার একটি অনলাইন নিউজ পোর্টালে "হিজলায় জেলেদের চাল নিয়ে চেয়ারম্যান-মেম্বারদের চালবাজি"শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।সেখানে উল্লেখ করা হয়েছে মেমানিয়া ইউনিয়নের জেলেদের চাল বিতরণ নিয়ে পুকুর চুরির অভিযোগ,পাশাপাশি আমাকে ঘিরে আমার ওয়ার্ডের জেলেদের চাল কম দেয়ারও অভিযোগ তুলে ধরা হয়েছে। আসলে এ ঘটনাটি আদৌ সঠিক নয়।
করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এখানে জেলেদের মাঝে সমন্বয় করেই জেলেদের চাল বিতরণ করা হয়েছে।এখানে আমার চেয়ারম্যান সম্পৃক্ত নন, তিনি সব ওয়ার্ডেই চাল বন্টন করে দিয়েছেন। তাছাড়া আমার ওয়ার্ডের জেলেরা এ ব্যাপারে কোনো অভিযোগও তুলেনি। আর মোটরসাইকেলের যে স্থির ছবিটি দেখানো হয়েছে তা এখনকার সময়ের না।এটি আরো আগে একটি পরিবারের কাছে নিজে গিয়ে ভিজিডি কার্ডের চাল পৌঁছে দিয়েছি সেই ছবি।এলাকায় আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি শ্রেণী সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এমন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ওহাব আলী গোলদার
ইউপি সদস্য
৯ নং ওয়ার্ড
মেমানিয়া ইউনিয়ন হিজলা, বরিশাল।