ভোলার বোরহানউদ্দিনে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে কৃষকদের কাছ থেকে তরমুজ কিনে দেহিক দূরত্ব বজায় রেখে ওই তরমুজ বিতরণ করেছেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে তিনি ওই তরমুজ বিতরণ করেন।
ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সাংসদ আলী আজম মুকুল বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতি জানতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সে ভোলার সাথে সংযুক্ত হয়ে কৃষকদের প্রসঙ্গে ভোলায় তরমুজের বাম্পার ফলনের কথা উল্লেখ করে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
সাংসদ বলেন, কৃষকরা যাতে তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারেন এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ হাজার তরমুজ কিনে দরিদ্রদের দেয়া হচ্ছে। এসময় তিনি জনপ্রতিনিধিসহ সামর্থবান ব্যক্তিদের এভাবে তরমুজ কিনে দরিদ্রদের দেয়ার মাধ্যমে চাষিদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীণ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।