প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৩:৫৬
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডামুড্যা উপজেলার সরকারি নির্দেশনা লকডাউন অমান্য ও দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট রোধে বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।
এসময় অইন অমান্য করায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৭ জনকে মোট ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন ডামুড্যা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন জয়ন্তী প্রমুখ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত কাঁচা বাজার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে এবং ঔষধের দোকান খোলা থাকবে ২৪ ঘন্টা।