প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৩:০
হায়রে করোনাভাইরাসের কারণে যখন পুরো দেশের শ্রমজীবী মানুষজন কর্মহীন এমন পরিস্থিতে হাওরের কৃষকদের সোনালী ধান ঘরে তোলা নিয়ে বাড়ছে শঙ্কা।সরাইলের হাওরজুড়ে বোরো ধান পেকে সোনালী রং ধারণ করেছে।
বুধবার সরজমিনে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় ধরন্তীর হাওরে গেলে দেখা যায় বেশ কিছু জমিতে কৃষক ধান কাটায় ব্যস্থ। শ্রমিকরা সেখানে ধান কাটে ও মাড়াই কাজে সামাজিক দূরত্ব বজায় রেখে। মৌসুম শুরু হলেও কৃষকের এ সোনালী ধান কেটে ঘরে তোলার জন্য নেই কোনো শ্রমিক। এদিকে বজ্রবৃষ্টি শিলাপাতে এ মাসেই হাওরে আগাম ক্ষতির আশঙ্কায় সময়মতো ধান কাটতে না পারায় দুশ্চিন্তা ভর করছে কৃষকদের।
লকডাউনে থাকা ব্রাক্ষণবাড়িয়ার কৃষকদের চৈত্রের নিদান আর পুরো বছরের জীবিকার আহার ঘরে তোলার সংকট নিয়ে বিপাকে হাওরের হাজার কৃষক।সরাইল কৃষি অফিসের তথ্যমতে, সরাইলে এবার হাওরে ৫ হাজার ৪৪৫হেক্টর বোরো ফসলের আবাদ হয়েছে। ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন।
সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সুত্রধর বলেন, পরিবেশ অনুকূলে থাকাই এবার হাওরের ফসল লক্ষ্যমাত্রা পূরণ হবে। বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে কৃষকদেরকে বিভিন্নভাবে মাঠ পর্যায়ে সচেতনামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। হাওরে ধান কাটার জন্য কৃষকদের বিভিন্ন ইউনিয়নে ধান কাটার মেশিন সরবরাহ করা হচ্ছে।