প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১:৪৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের নতুন বাজারের ব্যবসায়ীর দোকানঘর থেকে ৯ বস্তা সরকারি চাউল জব্দ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। বুধবার সকাল ১১ টার দিকে ইউএনও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. ছেলামতকে তাঁর দোকান থেকে চালসহ আটক করেন।
ছেলামত ওই চাল বোরহানউদ্দিন পৌর শহরের চালের ডিলার আ. মান্নানের কাছ থেকে কিনেছে বলে দাবি করে। আ. মান্নান ছেলামতের কাছে ওই চাল বিক্রির কথা স্বীকার করে জানান,সে ওই চাল পাশ^বর্তী উপজেলা দৌলতখানের ব্যবসায়ী ফারুকোদৌলার কাছ থেকে কিনেছে।
ইউএনও বশির গাজী জানান,ওইদিন(১৫ এপ্রিল)দুপুরে ছেলামত ও আ. মান্নানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডের আদেশ দেয়া হয়। ডিলার আ. মন্নানকে ২৫ হাজার টাকা ও ছেলামতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।