প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১৮:২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠককে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা উচিত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠক সম্পর্কে আগেই অবগত ছিল না। তবে রাষ্ট্রদূতদের যেকোনো ব্যক্তির বাড়িতে যাওয়ার অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, “রাষ্ট্রদূতরা আসলে যে কারো বাড়িতে যেতে পারেন। যদি বাসার মালিক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি, ভবিষ্যতেও থাকব। আমাদের দায়িত্বের প্রতি অবিচল।” বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়। রিজওয়ানা বলেন, জনগণ আশা করে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের তরুণ সমাজের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিই দেশের প্রধান সম্পদ। এই শক্তি কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।” বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় দেশের
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। সরকারি সূত্রে জানা গেছে, চুক্তিটি সরাসরি ক্রয় (G2G) পদ্ধতিতে চীনের সঙ্গে সম্পন্ন হতে পারে। ২০২৫-২৬ ও
সংস্কৃতি মন্ত্রণালয় দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ দিনের মধ্যে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং বিডিআর ম্যাসাকার দিবসকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করছে। সরকারি উদ্যোগে প্রতি বছর যথাক্রমে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিন পালন করা হবে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ৭ অক্টোবর