কালকিনিতে ১৩১ বাড়িতে লাল নিশানা লাগিয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৭:১২ অপরাহ্ন
কালকিনিতে ১৩১ বাড়িতে লাল নিশানা লাগিয়ে দিলো প্রশাসন

মাদারীপুরের কালকিনি থানা ও ডাসার থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৩১ বাড়িতে লাল নিশানা লাগিয়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ কার্যক্রম শুরু করা হয়। প্রানঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বিদেশ থেকে আগত ব্যক্তিদের অবস্থান চিহ্নিত করতে প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানা গেছে।

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সারাদিন প্রবাসীদের বাড়ি-বাড়ি গিয়ে স্টিকার লাগিয়ে দিয়ে তাদের আইনের নির্দেশ পালন করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সহকারি জেলা পুলিশ সুপার বদরুল আলম, কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা ও ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।

উপজেলার ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, প্রবাসীর বাড়িতে এ লাল স্টিকার লাগানো হয়েছে। এ স্টিকার বিদেশ ফেরত সবার বাড়িতে লাগানো হবে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রবাসীদের খুঁজে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব