মুজিব বর্ষ উপলক্ষে চরনারান্দী লাইভস্টক স্মার্ট ভিলেজ প্রতিষ্ঠা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ন
মুজিব বর্ষ উপলক্ষে চরনারান্দী লাইভস্টক স্মার্ট ভিলেজ প্রতিষ্ঠা উদ্বোধন

নরসিংদীর মনোহরদী চরনারান্দী লাইভস্টক স্মার্ট ভিলেজ প্রতিষ্ঠা উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তুবায়নে শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামে প্রত্যেকটি পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি প্রতি পালনের সঙ্গে সম্পৃক্ত।ইতোমধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে   লাইভস্টক স্মার্ট ভিলেজ হিসেবে।মুজিব বর্ষ ২০-২১ উপলহ্মে প্রাণিসম্পদ অধিদপ্তরএর গৃহিত কর্মসূচির আওতায় মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা সভা কহ্মে এর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাফিয়া আক্তার শিমুর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.এস.ইকবাল আহম্মেদ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,শিহ্মা অফিসার নুর মোহাম্মদ রুহুল সগীর,মনোহরদী সরকারি হাসপাতালের টিএস রাশেদুল আলম,শুকুন্দী ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শামিম প্রমুখ।

ইনিউজ ৭১/ জি.হা