হিজলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৫ই মার্চ ২০২০ ১২:১৯ অপরাহ্ন
হিজলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তার অধিকার " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০।হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ রবিবার বেলা সাড়ে ১১ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কারিজুল ইসলাম এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সেনেটারি ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার অনীল কুমার দাস,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ইনিউজ ৭১/ জি.হা