৫০ টাকা দামের মাস্কের প্যাকেট ১২০০ টাকায় বিক্রির অভিযোগে মিডফোর্ডের আটটি দোকানিকে প্রায় ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে চলা অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, অভিযান শুরুর পর তিনটি বিশেষ কারণ পাওয়া গেছে। ৫০ টাকার টাকা প্যাকেটের মাস্ক বিক্রি করছিল ১২০০ টাকায়। এছাড়া একটি ফার্মেসিতে সরকারি ও নকল ওষুধ পাওয়া যায়। এসব অভিযোগে আটটি ফার্মেসিকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারওয়ার আলম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী জাতির এ ক্রান্তিকালে অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে মাস্ক বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে মিডফোর্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তপু এন্ড ব্রাদার্সকে দুই লাখ, দেওয়ান এন্টার প্রাইজকে এক বছরের জেল ও ৬ লাখ টাকা জরিমানা, আল ওয়ারী সার্জিকেলকে এক লাখ টাকা, মেসার্স লোকনাথ ড্রাগ হাউজকে ৭৫ হাজার টাকা, মা মেডিসিন হাউজকে দেড় লাখ টাকা, ওয়েব মেডিসিনকে ৩ লাখ টাকা, আনোয়ারা সার্জিকেলকে দুই লাখ টাকা, সার্জি গ্লো হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।