আজ সুপার মুন
বছরের শুরুতেই সুপারমুনের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপার মুন। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ। খবর জি নিউজের।
নাসার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গত শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আজ রোববার। এবং এদিনই ভারতীয় সময় দুপুর ১টা ০৩ মিনিটে সম্পূর্ণ দেখা যাবে সুপার মুন।
বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপারমুন দেখতে পারেন।
পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপার মুন। কেউ যদি এই মাসের সুপার মুন দেখা মিস করেন, তাহলে আগামি মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন বিশেষ এ মুহূর্ত। এরপর আবার সুপার মুন দেখা যাবে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।