পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবের কার্য্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের পরোক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের রাঙ্গাবালি প্রতিনিধি জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি কামরুল হাসান রুবেল। শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার হাফিজুর রহমান।
এছাড়া এ নির্বাচনে সহ সভাপতি জাবির হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম ,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কোষাধ্যক্ষ জিসান উদ্দিন রাব্বি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক কে.এম রুবেল, প্রকাশনা সম্পাদক রহিম গাজী, প্রচার সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম, সাহিত্য সম্পাদক ওমর সানী, কার্য্য নির্বাহী সদস্য- সোহাগ রহমান টিপু তালুকদার, নাজমুল কবির সুমন, রাজিব রহমান, ইয়াসিন মাহমুদ, আব্বাস উদ্দিন, মাহথির মোহাম্মাদ রেশাদ, আবির আজম নির্বাচিত হন। এছাড়াও কমিটিতে ১৪ জন সাধারণ সদস্য নির্বাচিত করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।