পিরোজপুরের কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযেগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের দাশেরকাঠী গ্রামের মোঃ হানিফ মীরের মেয়ে কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী (১৫)র সাথে একই গ্রামের ফুয়াদ শেখের ছেলে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী সজল শেখ প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ৩১ ডিসেম্বর সজল শেখ তার ফাঁকা বাড়িতে ঐ স্কুল ছাত্রীকে নিয়ে কোমল পানীয়র সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে ধর্ষণ করে। বিষয়টি পারিবারিক পর্যায়ে জানাজানি হলে ঐ স্কুল ছাত্রীর পরিবার সজলের পরিবারকে বিয়ের চাপ দেয়। সজলের পরিবার বিয়েতে অপারগতা জানালে স্কুল ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমাদেয়। এরপর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা অভিযোগটি থানা পুলিশে কাছে পাঠিয়ে দেন। বিষয়টি পুলিশ তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) অভিযুক্ত ফুয়াদ শেখের ছেলে সজল শেখকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।