ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ (শুক্র) ও আগামীকাল (শনিবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ থাকবে।গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ নির্দেশ দেয়। এর আগে মেলা চলাকালীন গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।ইসির নির্দেশনায় বলা হয়েছিল, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, শেরেবাংলা নগরের খোলা মাঠে এবার বাণিজ্যমেলার ২৩ তম আসর বসেছে। আজ শনিবার মেলার শেষ দিন ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে মাসের প্রথম দিকে মেলায় লোক সমাগম কম হওয়ায় এবং ১০ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি বন্ধ থাকায় ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর আবেদন জানায়। ব্যবসায়ীরা মেলা পাঁচ দিন বাড়ানোর জন্য আবেদন করলেও বাণিজ্য মন্ত্রণালয়ে চার দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।