
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১৮:৪৭

টেকনাফে পুলিশ ও ইয়াবা ব্যবসায়ী গুলাগুলিতে মোঃ নাসির নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। সে হোয়াইক্যং ইউনিয়নের পুর্বসাতঘরিয়া পাড়ার জালাল আহাম্মদের পুত্র। ২৫ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মিয়ানমার হতে বিপুল পরিমান ইয়াবা সংগ্রহের খবরে হ্নীলা ইউনিয়নের গালস্ স্কুলের সামনে থেকে মোঃ নাসির (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে, হোয়াইক্যং ইউপির ৭নং ওয়ার্ড পুর্ব সাত ঘড়িয়াপাড়া এলাকায় রৌশন আলী মেম্বার এর বসতবাড়ীর পুর্ব পাশে পুর্বে দইল্যা খালের পাড়ে ইয়াবা, অস্ত্র মজুদ এবং সহযোগী ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে।
বিষয়টি দ্রুত উর্ধতন কতৃপক্ষকে অবহিত করিয়া আমার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি করে। এতে সংগীয় ফোর্স এএসআই অহিদ উল্লাহ, কন্সটেবল আব্দুর শুক্কুর, মোঃ হেলাল আহত হয়। তাৎক্ষনিক পুলিশও নিজের জান মাল রক্ষাথে পাল্টা গুলি চালায়। এসময় আসামি মোঃ নাসির গুলিবিদ্ধ হলে দ্রুত আহত পুলিশও আসামীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ধৃত আসামিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে ধৃত আসামিকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
সে হোয়াইক্যং ইউনিয়নের পুর্বসাতঘরিয়া পাড়ার জালাল আহাম্মদের পুত্র। পরে রাত সাড়ে বারটার দিকে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩ টি দেশিয় তৈরি এলজি, ১২ রাউন্ড কাতুজ ও ১৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়।

ইনিউজ ৭১/এম.আর