দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরী গুরুতর আহত হয়েছেন। আহতের নাম সানজিদা আক্তার (১৬), তিনি ওই গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে অজ্ঞাত এক দুর্বৃত্ত সানজিদাদের বসতঘরে প্রবেশ করে। এ সময় কোনো প্রতিরোধ গড়ে তুলার আগেই কিশোরীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। সানজিদার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ছোট মহেশপুর গ্রামসহ আশপাশের এলাকায় এই নৃশংস ঘটনার পর চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে এ ধরনের হামলা নিরাপত্তাহীনতার প্রতিফলন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত অপরাধী শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্তি এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নত করবে।