
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ২৩:২৩
হালকা শৈত্যপ্রবাহে উত্তাপ ছড়াচ্ছে ঢাকা সিটি নির্বাচন। সে প্রচারণায় একের পর এক চমক দেখাচ্ছেন ঢাকা উত্তরে আওয়ামী মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বারিধারার কালাচাঁদপুর এলাকার হেলথ ক্লাবে পথসভার মাধ্যমে দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। তবে প্রচারণায় অংশ নেন সাইকেল চালিয়ে। এ সময় তার সঙ্গে ছিলেন তার প্রচারণাকর্মীরা।
কেনো সাইকেলে প্রচারণা চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, বায়ুদূষণ কমাতে আমরা যদি সাইকেল লেন করতে পারি এবং সাইকেল চালানোয় জোর দিতে পারি তাহলে আমাদের পরিবেশের উন্নয়ন করা সম্ভব। উন্নত বিশ্বে সবাই সাইকেল চালিয়েই অফিসে যাচ্ছে। এতে কারো কোনো ক্ষতিও হচ্ছে না। আমি সুযোগ পেলে এখন থেকে অবশ্যই সব নতুন রাস্তায় তরুণদের জন্য সাইকেল লেন করে দেব। আমরা সবাই চাই সুস্থ থাকতে। আর সুস্থ থাকতে হলে আগে পরিবেশবান্ধব হতে হবে।
তিনি আরও বলেন, সাইকেল চালালে বিষণ্নতা দূর হয়। তাই সবার উচিত বিশেষ করে তরুণদের বেশি বেশি সাইকেল চালানো। এর আগে তরুণদের সঙ্গে ক্রিকেট খেলে কিংবা চা দোকানে বসে ভোটারদের চা বানিয়ে দিয়ে এবং গান শুনিয়েও ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে সবার নজর কাড়েন আতিকুল ইসলাম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব