বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২০ ০৯:০৩ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান

ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ ও জন্ম শতবার্ষিকীর(মুজিববর্ষ)ক্ষণ গণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩ টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক ব্যাণার, ফেস্টুন,প্ল্যাকার্ড ও বাদ্য যন্ত্র নিয়ে সমবেত হন।

ওই স্থান থেকে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে  প্রায় ১ কিলোমিটার দীর্ঘ র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিববর্ষের ক্ষণ গণনাস্থল উপজেলা পরিষদ চত্ত¡রে শেষ হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মুক্তমে  আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,ওসি ম. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ প্রমুখ। 

আলোচনা অনুষ্ঠান শেষ হবার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে মুজিববর্ষের উদ্বোধন করেন। সন্ধ্যার পর একই স্থানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব