কালিয়াকৈরে ইট ভাটায় উচ্ছেদ অভিযান ,২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ১০:০২ পূর্বাহ্ন
কালিয়াকৈরে ইট ভাটায় উচ্ছেদ অভিযান ,২০ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ই বাড়ী ও দড়বাড়িয়া এলাকায়  পরিবেশ অধিদপ্তর, বুধবারে দুপুর থেকে সন্ধ্যা পয়ন্ত পরিবেশ দূষণ বিরোধী  অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে ২০লাখ টাকা জরিমানা করেন।এ সময় অভিযানের পরিচালনা করেন  পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এসময় অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।ইটভাটা গুলোর মধ্যে বড়ই বাড়ী ন্যাশনাল ব্রিকস- ১ কে ৫ লাখ টাকা, বড়ই বাড়ীী ন্যাশনাল ব্রিকস-২ কে ৫ লাখ টাকা, মা ব্রিকস কে ৫ লাখ টাকা, সেভেন স্টার ব্রিকস কে ৫ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার ,এছাড়া এ অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও পুলিশ  উপস্থিত ছিলেন।