সরাইলে সরকারি জায়গা দখলমুক্ত করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ০৯:৫৯ পূর্বাহ্ন
 সরাইলে সরকারি জায়গা দখলমুক্ত করলেন এসিল্যান্ড

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের অরুয়াইল বাজার সংলগ্ন বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের কোটি টাকা মূল্যের স্থাপনাসহ প্রায় আড়াই একর সরকারি  জায়গা উদ্ধার করলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা।একটি প্রভাবশালী চক্র জবর দখল করে অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছিল প্রায় দীর্ঘদিন যাবত। অবশেষে সরকারি এ জায়গা দখলমুক্ত হল।বুধবার (০৮ জানুয়ারি) সকালে সরাইল  উপজেলা সহকারীকমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা  এ উচ্ছেদ অভিযানে এলাকার বিএডিসি জায়গা থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিএডিসি ভবন গুলো দখলমুক্ত করেন।

এ সময় সরাইল থানার পুলিশ ও বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্থানীয় লোকজন জানান, বিএডিসি কর্তৃপক্ষ অবৈধ দখল দারদের  উচ্ছেদের  জন্য  গত  বছরের মে মাসে সরাইল থানায়  সাধারণ  ডায়েরি  করলেও  অজানা   কারণে দখল দাররা বহাল তবিয়তেই ছিল। আজ সেই সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন।