
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২০, ০:১৪

বরিশালের আগৈলঝাড়ায় নববধুর রহস্যজনক আত্মহত্যায় লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের নরেন সরকারের মেয়ে স্বপ্না সরকারের সাথে পাশ্ববর্তী কারফা গ্রামের যুধিষ্ঠির মুহুরীর ছেলে জয়দেব মুহুরীর সাথে দুই মাস পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের মাস না ঘুরতেই স্বপ্নার সাথে তার স্বামী ও পরিবার সদস্যদের সাথে ঝগড়া-ঝাটি শুরু হয়।
এই ঝগড়ার কারণে দুই দিন পূর্বে স্বামীর বাড়ি থেকে স্বপ্না বাবার বাড়ি মোহনকাঠী চলে যায়। মঙ্গলবার রাতে স্বপ্না বাবার বাড়িতে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় রাতেই স্বপ্না মারা যায় বলে নিশ্চিত করেন ডা. রাজু বিশ্বাস।
খবর পেয়ে এসআই শাহাবুদ্দিন হাসপাতালে গিয়ে ওই রাতেই লাশ উদ্ধার করেন। বুধবার সকালে স্বপ্নার লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় স্বপ্নার মা মনিকা সরকার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব