
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২০, ২২:৫৯

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ জানুয়ারী শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি নিল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাজিরা উপজেলায় ২৮৯ টি কেন্দ্রে ২৫০০ হাজার জন শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারী, জাজিরা থানার অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব