ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ন
ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ব্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটক ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব সদর দফতরের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুর্মিটোলায় ঢাবিছাত্রী ধর্ষণ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ আটককৃত ব্যক্তির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না এ র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব আটক করে সদর দফরে নিয়ে আসে। এ সংক্রান্ত বিষয়ে আজ বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।’

এর আগে মঙ্গলবার রাতে সিসিটিভি ফুটেজ ও ভুক্তোভোগী ছাত্রীর বিবরণের সহায়তা নিয়ে এই ধর্ষণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি সূত্র জানিয়েছিল, ওই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হবে। যে কারণে এখনই গণমাধ্যমে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছিলেন ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান। তবে চিহ্নিত ব্যক্তি সিএনজি চালক বলে জানিয়েছে র‌্যাবের একটি সূত্র। সূত্রটি জানায়, আইন-শৃঙ্খলার কয়েকটি বাহিনী একজনকে চিহ্নিত করে তার পরিচয় ও অবস্থান নির্ণয় করেছে। ওই ব্যক্তির প্রতিটি পদক্ষেপ এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নখদর্পণে। প্রমাণ মিললেই তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাস ক্ষণিকায় রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে শারীরিক নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। 

ফলে হাসপাতালে নিলেও তার জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগে। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

ইনিউজ ৭১/এম.আর