শ্রেণীকক্ষে ধুমপানের অপরাধে স্কুলছাত্র বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২০ ০৯:৫৯ অপরাহ্ন
শ্রেণীকক্ষে ধুমপানের অপরাধে স্কুলছাত্র বহিস্কার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ধুমপান করার অপরাধে রিয়াজুল নামের এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে প্রধান শিক্ষক এ বহিস্কার আদেশ দেন। রিয়াজুল বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আঃ সোমেদ এর ছেলে।

জানাযায় সোমবার বিদ্যালয়ের একজন শিক্ষ ক্লাস শেষে বেড়িয়ে আসার পর অন্য টিচার ক্লাসে প্রবেশের পূর্বে অভিযুক্ত রিয়াজুল  ক্লাস রুমে বসেই সিগারেট জ্বালিয়ে ধুমপান করে। এসময় শ্রেণী কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিসয়টি দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নালিস করেন। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরী দিয়ে রিয়াজুলকে অফিস কক্ষে ডেকে পাঠালে সে অফিসে আসেনি। পরে মোবাইল ফোনে রিয়াজুলের অভিভাবকের সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে আসতে বললে তারাও কেউ বিদ্যালয়ে আসেনি। এ ঘটনার পরদিন মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে ঐ বখাটে যুবককে বিদ্যালয় থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এবং রেজুলেশন করে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেয়া হয়। রিয়াজুলের বহিস্কার আদেশ বিদ্যালয়ের সকল শ্রেণী কক্ষে পাঠ করে শোনানো হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোশ কুমার সাংবাদিকদের জানান,  রিয়াজুলের বিরুদ্ধে তার সহপাঠিরা বিদ্যালয়ের ক্লাস রুমে বিদ্যালয় চলাকালীন সময় ধুমপান করার অভিযোগ দিলে আমরা তাকে অফিসে আসতে বললে সে অফিসে আসেনি। এবং তার অভিভাবকদের মোবাইল করে অফিসে আসতে বললে তারাও কেউ অফিসে এসে দেখা করেনি। তাই ঘটনার পরের দিন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব