ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলে "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার শূভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে এগারোটা উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা'র সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদ খালেদ জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদ কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জেলা পরিষদের সদস্য মোঃ পায়েল মৃধা, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, হাজী মোঃ আইয়ুব খান মাষ্টার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কোরআন তালাওয়াত করেন, মোঃ আব্দুলাহ মামুন, গীতা পাঠকরেন শ্রাবন্তী দেবনাত এ ছাড়া বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ। পরে অতিথি বৃন্দগণ প্রতিটি স্টল পরিদর্শন করেন।
আয়োজন সুত্রে জানাযায়, অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই দিন ব্যাপি চলবে, উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পনরটি স্টল রয়েছে বলে জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।